বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে নগরীর ১২৬টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে একযোগে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। তবে শেষ দিকে এসে পৌনে ৩টায় শহরজুড়ে নামে তুমুল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। ছিল ঝড়ো হাওয়া। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়ে।
বৃষ্টির কারণে শেষভাগের ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়। পরে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ঘণ্টাখানেক আগেই কার্যত ভোটের আমেজ ফুরিয়ে যায়। যারা ভোটকেন্দ্রে ছিলেন বা ভোটের মাঠে ছিলেন তারা দূরে গিয়ে দাঁড়ান। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর অনেকে মিছিল করতে করতে সড়ক প্রদক্ষিণ করেন।
কিছুক্ষণের মধ্যেই ভোটগণনা শুরু হবে। সবকেন্দ্রে ইভিএমে ভোট হওয়ায় কম সময়েই ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী হামলার শিকার হওয়ার পর থেকেই নগরের বিভিন্ন সড়কে মোড়ে মোড়ে হাতপাখা সমর্থিত প্রার্থীর লোকজনের উপস্থিতি দেখা যায়। অন্যদিকে নৌকা প্রতীক সমর্থিত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নগরীর বিভিন্ন সড়কে র্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনীর উপস্থিতি রয়েছে।
সকাল ৮টা থেকে নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বরিশালে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন লড়ছেন।