বরগুনার তালতলীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে তালতলী বাজার এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহিদুল হকের নেতৃত্বে ফরাজী মেডিকেলের সামনে মানববন্ধনে অংশ নেয় তার সমর্থকরা। এসময় সেখানে মিছিল নিয়ে হাজির হন মাহবুবুল আলম মামুন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, রোববার শহিদুল হকের বিরুদ্ধে এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন মাহবুবুল আলম। তার প্রতিবাদে আজ মানববন্ধনের আয়োজন করে শহিদুল হকের সমর্থকরা।