বন্যার শুরু থেকেই বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কীভাবে সামলে নেয়া যায় সেই প্রস্তুতি নেয়া হয়েছে। কেবিনেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করার সময় এসব বলেন তিনি। এ সময় তিনি বলেন, উদ্ধারকাজ ত্রাণ বিতরণ তো চলছেই। পরিস্থিতি মোকাবেলায় ছাত্র-জনতা সবাইকে এগিয়ে আসতে হবে। ওষুধ কোম্পানিগুলোর সাথে কথা হচ্ছে যাতে তারাও এই সময়ে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ায়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র মানুষ নয় গবাধিপশুর যে খাদ্য সঙ্কট তৈরি হয়েছে তা উত্তরণের জন্যও প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশের মানুষ ছাত্র-জনতা যদি একসাথে কাজ করে তাহলে দুর্যোগ এবং সুর্যোগ পরবর্তী অবস্থা থেকে খুব দ্রুতই বের হয়ে আসা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।