‘বন্যা কবলিত জেলায় তিন মাস ভর্তুকিমূল্যে নিত্যপণ্য দেয়া হবে’

0
47
খাদ্য সচিব ইসমাইল হোসেন

দেশের বন্যা কবলিত ১৪টি জেলায় আগামী তিনমাস স্পেশাল ওএমএস কার্যক্রমের মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপণ্য দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্য সচিব জানান, এই কার্যক্রমে চালের দাম কেজিপ্রতি ৩০ টাকা কেজি, খোলা আটা কেজিপ্রতি ২৪ টাকা ও প্যাকেট আটা ২ কেজি ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।

তিনি আরও জানান, দেশে কোনো খাদ্য সংকট নেই। বর্তমানে ১৯ লাখ ৭৩ হাজার ৪৩৩ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। জুন মাসের পর ১৩ লাখ মেট্রিক টন মজুদকে আদর্শ ধরা হয়। ফসল ভাল হওয়ায় মজুদ ভাল রয়েছে। চালের দাম ৫ টাকা বেড়ে গিয়েছিল। পরে দাম ২ থেকে ৪ টাকা কমেছে। এবছর চাল আমদানি করার সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.