বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা তাসকিন-মুশফিক-সৌম্যের

0
30
তাসকিন-মুশফিক-সৌম্যে
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা তাসকিন-মুশফিক-সৌম্যের
 
ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
 
শুক্রবার (২৩ আগস্ট) বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
 
একটি ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যার কারণে আমার দেশবাসীর দুর্ভোগে গভীরভাবে উদ্বিগ্ন। আমি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারি। এই সময়ে নিজেদের লোকদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
 
বর্তমানে পাকিস্তানে থাকা তাসকিন আহমেদও তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। দূর থেকেও ফেনীর বন্যা কবলিত মানুষের আর্তনাদ আমাকে কষ্ট দেয়। তাদের সহায়তা করার জন্য আমার অংশটুকু করার চেষ্টা করছি। আমাদের একজন স্বেচ্ছাসেবক আছে। ফেনীতে এখনই দল আছে। তবে তাদের শত শত আটকে পড়া পরিবারকে উদ্ধারের জন্য স্পিডবোট, ট্রলার বা ইঞ্জিনচালিত নৌকা দরকার। আমি সবাইকে অন্তত একটি নৌকা পরিচালনা করতে সাহায্য করার জন্য অনুরোধ করছি। আমাদের দল পুরো খরচ বহন করতে প্রস্তুত।’
 
তাসকিন আরও বলেন, ‘অনুগ্রহ করে ফেসবুকে প্রচারিত ভুল বিষয়গুলো শেয়ার করা এড়িয়ে চলুন। কারণ, তাদের বেশির ভাগই (নৌকা) ইতিমধ্যে বুকিং দেওয়া আছে। ঢাকা, চট্টগ্রাম বা আশেপাশের এলাকার কেউ যদি একটি নৌকার ব্যবস্থা করতে পারেন, তবে আমরা তা ফেনীতে পরিবহনের দায়িত্ব নেবো। তাকে সমন্বয়কারী একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য প্রদান করা হবে।’
 
সৌম্য সরকার ফেসবুকে তার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘বন্যার কারণে আমাদের দেশের মানুষ অসহায়। জীবন, বাড়িঘর, স্বপ্ন তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যেখানেই থাকি সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাদের পাশে দাঁড়াই। আমরা আমরা যদি একে অপরকে সমর্থন করি তবে এই কঠিন সময়টি কাটিয়ে উঠতে পারবো।
 
এদিকে অনাকাঙ্ক্ষিত বন্যায় মৃত্যুমুখে পতিত হয়েছে লাখো মানুষ। বন্যার্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
#everyone #বাংলাদেশ #explore

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.