বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখ ২৮ হাজার গ্রাহক

0
26
বন্যায় বিদ্যুৎহীন
বন্যার কারণে ফেনীসহ ৯ জেলায় ৯ লাখ ২৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
 
শনিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
 
মন্ত্রণালয় জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর ১৭টি সাব-স্টেশনের সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার ৪ লাখ ৪১ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
 
এ ছাড়া চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালীতে ২ লাখ ১৮ হাজার, কুমিল্লায় ১ লাখ ৫২ হাজার, চট্টগ্রামে ৭৮ হাজার এবং লক্ষ্মীপুরে ১৫ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিহীন।
 
এদিকে, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আরইবি) জানিয়েছে, চলমান বন্যায় বিদ্যুতের সাড়ে ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।
 
উল্লেখ্য, বন্যায় এখন পর্যন্ত ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন করে মারা গেছেন।
 
এ ছাড়া ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৬৯ জন। বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ।
#বাংলাদেশ #explore #everyone

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.