জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি

0
113
চট্টগ্রাম বন্দর

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের চেয়ে এই পরিমাণ প্রায় ৬ শতাংশ বেশি।

রপ্তানি বেশি হয়েছে ২৯ কোটি ডলার। ১ ডলারের বিনিময় হার ১০৭ টাকা হিসেবে রপ্তানি বেশি হয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। গত বছরের জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিক অর্থবছরের হিসেবে চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই থেকে জানুায়ারি পর্যন্ত গত সাত মাসে সার্বিক রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ। মোট তিন হাজার ২৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ সময়। এই আয় সরকার নির্ধারিত গত সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.