বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

0
45
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তিনটি ইউনিটের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রে ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
 
রোববার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
 
তিনি বলেন, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার ৩০০ টন কয়লা প্রয়োজন হয়।
 
জানা যায়, বড়পুকুরিয়ার ৩টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর বন্ধ হয়ে যায়। আর গেল মাসে তৃতীয় ইউনিট বন্ধ হওয়ায় বিদ্যুৎবিভ্রাট বেড়ে যায়।
 
এর আগে গত ১৩ সেপ্টেম্বর তিনদিন পুরোপুরি বন্ধ থাকার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আংশিকভাবে উৎপাদনে এসেছে। ১ নম্বর ইউনিট চালুর তিনদিন পরেই তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট কমবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.