বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বঙ্গমাতা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য, নারীর জন্য অনুপ্রেরণা। আমরা মনে করি, বৃহত্তর পরিসরে বঙ্গমাতার জীবনী পুরো বিশ্বের সামনে উপস্থাপন করা উচিত।’
আজ মঙ্গলবার বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাদ্দাম হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গমাতা সাহসিকতার সঙ্গে বন্ধন মুক্তির গান গেয়েছেন। একইসঙ্গে মানুষের মুক্তি সংগ্রামের সঙ্গে নিজেকে শাণিত করেছেন। এটি অবশ্যই অবিশ্বাস্য রকমের বিষয়।’
এ সময় ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধ রয়েছি আমাদের নিজেদের স্বার্থেই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার স্বার্থে। ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অটুট থাকবো।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের উত্থানকে যারা পরাজিত করতে চেয়েছে, তারা সব সময় ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্রের নির্দিষ্ট ঠিকানাও রয়েছে। এই রাজনৈতিক দলগুলো বর্তমান সময়েও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আগস্টে গোটা বাংলাদেশ শোকে নিমজ্জমান থাকে। আমরা এই শোকের থেকে অনুপ্রেরণা গ্রহণ করার চেষ্টা করি। আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।’