বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রাতে যানজট, সকালে স্বাভাবিক

0
19
ঢাকা–বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র। বুধবার সকাল ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি এলাকা থেকে তোলা

অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে গতকাল শুক্রবার রাতে যানজট তৈরি হয়েছিল। তবে আজ শনিবার সকালে সেই যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আজ সকাল থেকে সেতুর টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পুলিশ বলছে, এটা যানজট নয়। অতিরিক্ত যানবাহন আসছে, তাই টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে যানবাহনের চাপ অতিরিক্ত ছিল। সেতুর পশ্চিম প্রান্তে (সিরাজগঞ্জের দিকে) যানবাহন টানতে পারছিল না। এ জন্য কয়েক দফায় সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল। এতে সেতুর টোল প্লাজা থেকে প্রায় আট কিলোমিটার জট লেগে যায়। পরে তা আজ সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আজ সকাল ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক পর্যন্ত গিয়ে যানজট দেখা যায়নি। যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট চোখে পড়েনি। তবে সেতুর টোল প্লাজার সামনে প্রায় পাঁচ কিলোমিটার যানবাহনের লম্বা সারি দেখা গেছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়ক একমুখী (ওয়ান ওয়ে) করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গগামী যানবাহন এ মহাসড়ক দিয়ে সেতুর দিকে যাচ্ছে। অপর দিকে উত্তরবঙ্গ থেকে সেতু পার হয়ে আসা যানবাহন ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত আসছে। গতকাল শুক্রবার রাত ১১টা থেকে একমুখী যানবাহন চলাচলের এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহনের চাপ যতক্ষণ পর্যন্ত থাকবে, চাপ সামলাতে একমুখী যান চলাচল ব্যবস্থা থাকবে।

টোল প্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন আসছে। তাই টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭১৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ১০ হাজার ১০৫টি মোটরসাইকেল আছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.