বঙ্গবন্ধু সেতুতে ৫ দিনে ১৬ কোটি ২৬ লাখ টাকা টোল আদায়

0
27
বঙ্গবন্ধু সেতু
ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড গড়েছে। গেল ৫ দিনে এ সেতু দিয়ে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।
 
সোমবার (১৭ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ঈদ যাত্রায় ১২ জুন থেকে ১৬ জুন এই ৫ দিনে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।
 
এর মধ্যে টাঙ্গাইল সেতু পূর্বে ১ লাখ ২৯ হাজার ৯৯২টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৮৫০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ৮৪ হাজার ৮১৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
 
টোল আদায়ে রেকর্ড হয় ১৪ জুন। এ দিন ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.