বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

0
154
বঙ্গবন্ধুর সমাধিতে সামরিক প্রতিনিধিদের শ্রদ্ধা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ওই প্রতিনিধি দল শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করেন। এসময় ডিজিএফআই মহাপরিচালক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সামরিক প্রতিনিধি দ‌লে- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপস্থিত ছিলেন। এছাড়া ডিজিএফআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা আলাদাভাবে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক জানান, সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.