বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া শহরতলির ঝোপগাড়ি আন্ডারপাসের পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষকের নাম হাফিজুর রহমান (৫৬)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বগুড়ার ধুনট উপজেলার সকোয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বগুড়া শহরে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া শহর থেকে প্রতিদিন কলেজে যাতায়াত করতেন কলেজশিক্ষক হাফিজুর রহমান। আজ সকালে শহরের বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন। ঘোড়াঘাটগামী বাসে চড়তে তিনি শহরতলির ঝোপগাড়ি স্ট্যান্ডে দাঁড়ানোর জন্য ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে আসা সিরাজগঞ্জগামী অপরূপা এন্টারপ্রাইজের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া বলেন, কলেজশিক্ষক হাফিজুর রহমানকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।