বংশালে প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল শিক্ষার্থীর লাশ, যেসব তথ্য জানা গেল

0
16
নিহত শিক্ষার্থী সজীব

পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

সজিব বংশাল ১৭ আগামাসি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। বর্তমানে বেকার ছিল।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সজীবের গলায় জিআই তার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ওই ভবনের চারতলায় শুধু একটি পরিবার থাকতো। আমরা গিয়ে সেটি তালাবদ্ধ অবস্থায় পাই। তবে স্থানীয়রা জানান, ওই বাসার মেয়ের সঙ্গে সজিবের সম্পর্ক ছিল। যা তাদের উভয় পরিবারের কেউ পছন্দ করত না।

নিহত সজীবের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, সজীব কয়েকদিন আগে তাবলিগে দোহার গিয়েছিলেন। শুক্রবার বাসায় আসেন। শনিবার বিকেলে জানতে পারি বাসার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া গেছে।

তিনি আরও জানান, যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজীবের প্রেমিক খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি।

মো. ইসলাম আরও বলেন, গত ছয় বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক ছিল সজীবের। মাঝখানে একবার মনোমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না।

উল্লেখ্য, মাত্র ছয় দিন আগে ১৯ অক্টোবর পুরান ঢাকার আরেকটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.