দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ চালু হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা-ভাঙচুরের ঘটনার পর তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর পেজ মুছে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ মেটা। খবর: বিবিসি’র।
নীতিমালা ভঙ্গ করলে আবারও এক মাস থেকে দুই বছর পর্যন্ত ট্রাম্পের পেজ সরিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছে মেটা।
সচল হওয়া ট্রাম্পের পেজে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভিত্তিহীন নানা তথ্য দিয়ে করা পোস্টগুলো এখনও দেখা যাচ্ছে।
ট্রাম্প সমর্থকদের সেখানে বিভিন্ন পুরনো পোস্টে স্বাগত মন্তব্য করতে দেখা গেছে।
ফেসবুকে ট্রাম্পের প্রায় সাড়ে তিন কোটি এবং ইনস্টাগ্রামে প্রায় আড়াই কোটি অনুসারী রয়েছে। আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের তিনি লড়বেন বলে গত নভেম্বরে তিনি ঘোষণা দিয়েছেন।
দুই বছর আগে প্রেসিডেন্ট ভোটের পর ডোনাল্ড ট্রাম্পের পেজগুলো প্রথমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। পরে তার মেয়াদ দুই বছর বলে ঘোষণা দেয় মেটা। সেই সময় তিনি বলেছিলেন, এর মাধ্যমে, কোটি কোটি ভোটারদের যারা আমাকে ভোট দিয়েছেন তাদের হেয় করা হয়েছে।