ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত

0
16
মেয়র আতিক, শাজাহান খান, পলক

ভাটারা ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া বাড্ডা থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২ দিনের, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে একদিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি ইউনিটের নেতা তানভীর হাসান সৈকতকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি ও ভাটারা থানার বিভিন্ন মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদসহ ১০ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিন তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় জুলাই-আগষ্টের ছাত্রজনতা হত্যায় আসামিরা জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.