ফের বিক্রি হবে ঈদযাত্রার রেল টিকিট

0
28
ট্রেন
ঈদুল আজহায় যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ফের টিকিট বিক্রি করবে। যারা এর আগে টিকিট সংগ্রহ করতে পারেনি তারা এই সুযোগ গ্রহণ করতে পারেন।
 
মঙ্গলবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।
 
বুধবার (১২ জুন) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে আরও কিছু যাত্রী এই সুযোগ নিতে পারেন।
 
বাংলাদেশ রেলওয়ে জানায়, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঈদযাত্রার ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। অতিরিক্ত কোচগুলোর মধ্যে ৬০টি ব্রডগেজ ও ১০২টি মিটার গেজ লাইনের কোচ আছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। এসব কোচে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে এসব টিকিট অটোরিলিজ হয়ে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.