বিএনপির ডাকা নবম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ফেনীতে শতাধিক গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত ভাঙচুর চালান অবরোধ সমর্থনকারীরা। এছাড়া ঝটিকা মিছিলসহ চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ করেছেন যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- ছাত্রদল নেতা ও মেঘনা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা মো. ইকবাল হোসেন (৩৫) ও ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি (৪০)।
জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, ব্যাংক কর্মকর্তা ছুটি নিয়ে ফেনীতে এসে ছাড়িপুরে গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ পুলিশ তাকে আটক করে। এছাড়া যুবদল নেতা সালমান ইসলামপুর রোডে গাড়িতে অগ্নিসংযোগ করার সময় ধরা পড়েন।