ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের

0
135
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের কাজ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলের এই পদক্ষেপের কারণে সেখানে উত্তেজনা ও সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনী দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালায়। এই অভিযানকে কেন্দ্র করে ১৫ বছরের এক কিশোরসহ ৫ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া ইসরায়েলের হামলায় সেখানে ৯০ ফিলিস্তিনি আহত হন। এই হামলার পর আন্তোনিও গুতেরেস ইসরায়েলের প্রতি এই আহ্বান জানালেন।

ফিলিস্তিনের জেনিনে সোমবার যে হামলা চালানো হয়েছে, তা গত ২০ বছরের মধ্য বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলায় হেলিকপ্টার ব্যবহার করেছে ইসরায়েলের বাহিনী। হেলিকপ্টার থেকেই গুলি চালিয়েছিলেন ইসরায়েলের সেনারা। এই সহিংসতায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর আট সেনা আহত হন। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।

হামলার পর জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন, ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে ইসরায়েল যে বসতি স্থাপন করছে, তার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে। অবৈধ এই বসতি স্থাপনের কাজ এগিয়ে নেওয়ার ফলে সেখানে উত্তেজনা এবং সহিংসতা বাড়ছে। এতে মানবিক সংকটও দেখা দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলে অনুপ্রবেশ ও তাদের সম্পদ দখল, ফিলিস্তিনের জনগণের স্বাভাবিক চলাচলে বাধা দান তাদের অধিকার ও সার্বভৌমত্বের লঙ্ঘন। পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমে নতুন করে ইসরায়েলের বসতি স্থাপনের প্রক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।

সোমবার হামলার আগে রোববার নতুন পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীর নতুন করে সাড়ে চার হাজার বসতি নির্মাণের পরিকল্পনা পাস করেছেন। যদিও এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.