ফিরলেন রিশাদও, লাহোর কালান্দার্স যেন এক টুকরো ‘বাংলাদেশ’

0
11
লাহোরের একাদশে দেখা যেতে পারে সাকিব, রিশাদ ও মিরাজকে, লাহোর কালান্দার্স

লাহোর কালান্দার্স দলটা যেন এক টুকরো বাংলাদেশ দল! আজ দলের সঙ্গে আবার যোগ দিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোরের হয়ে চলতি মৌসুমে ৮ উইকেট নেওয়ার রিশাদ আমিরাত সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন।

একই দলে আছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও। এলিমেনটরে আজ ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের তিন ক্রিকেটারকেই লাহোরের একাদশে দেখা যেতে পারে।

সাকিব গ্রুপ পর্বে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরেছেন। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলে আউট হয়ে গেলেও বল হাতে মন্দ করেননি। ১৩ ওভারের ম্যাচে ২ ওভারে রান দিয়েছেন ১৮, উইকেট পাননি। পেশাওয়ার জালমির সঙ্গে সেই ম্যাচ জিতে প্লে-অফে খেলা নিশ্চিত করে লাহোর।

অনুশীলনে সাকিব আল হাসান, লাহোর কালান্দার্স

প্লে-অফের জন্য প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে ডাক পান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দল ছেড়েছেন। তাঁর বিকল্প হিসেবেই হয়তো ডাক পড়েছে মিরাজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মিরাজকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর। ভিডিওতে দেখা যায়, অনুশীলন শুরুর আগে লাহোর দলটির পরিচালক সামিন রানা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মিরাজকে। অল্প সময়ের নোটিশে দলে যোগ দেওয়ায় মিরাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সামিন।

সাকিবের বিপক্ষে বোলিং করছেন মিরাজ, ভিডিও থেকে নেওয়া

ভিডিওতে নেটে সাকিবের বিপক্ষে বোলিং করতে দেখা যায় মিরাজকে। অনুশীলনের ফাঁকে বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গেও দেখা হয় মিরাজের। অস্ট্রেলিয়ার সাবেক পেসার পিএসএলে করাচি কিংসের পেস বোলিং কোচ।

মিরাজের নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন, ‘ঠিক জায়গায় সবসময় বল করে যেতে চাই। ভালো জায়গায় বোলিং করলে অবশ্যই তা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বাউন্ডারি মারা। মাঠে গিয়ে যত দ্রুত সম্ভব বাউন্ডারি পেতে চাই।’

আজ রাত ৯ টায় ঘরের মাঠ লাহোরে করাচির বিপক্ষে খেলবে সাকিব–মিরাজদের দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.