ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি নারী ফুটবল দলের

0
121
বাংলাদেশ নারী ফুটবল দলে

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। শুক্রবার সবশেষ ফিফার হালনাগাদে ১৪২ থেকে ১৪০ এ উঠে এসেছেন সাবিনা খাতুনরা।

চলতি মাসে দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারায় বাংলার মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ এবং পরের ম্যাচে বাংলাদেশ জিতে ৮-০ ব্যবধানে। দারুণ দুই জয়েই র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে মেয়েরা।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে শুধু ভারত ও নেপাল রয়েছে। ১০৫ র‍্যাঙ্কিংয়ে থাকা নেপালের বিপরীতে ৬৫ নম্বরে আছে ভারত। ভারত এগিয়ে থাকলেও আগের র‍্যাঙ্কিং থেকে চার ধাপ পিছিয়েছে। ভারতের সর্বশেষ র‍্যাঙ্কিং ছিল ৬১।

অন্যদিকে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মেয়েরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.