ফিঞ্চকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের অনন্য রেকর্ড

0
93
ডেভিড ওয়ার্নার
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই, চলমান বিশ্বকাপ শেষে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসের যাবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
 
অ্যারন ফিঞ্চকে টপকে টি-টোয়েন্টিতে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাঁহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে ওয়ার্নারের রান এখন ৩ হাজার ১৫৫।
 
১০৩ ইনিংসে ৩ হাজার ১২০ রান করে এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন সাবেক অধিনায়ক ফিঞ্চ।
 
বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে ৫৬ রানের ইনিংস খেলে ফিঞ্চের সেই রেকর্ডটি ভেঙে দেন ওয়ার্নার। ইতিহাস গড়তে ওয়ার্নারের দরকার ছিল ২২ রান। কিন্তু টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪তম ম্যাচে ওমানের বিপক্ষে দেখেশুনে খেলা ৫১ বলে ৫৬ রান করেন তিনি।
 
ওয়ার্নারের রেকর্ড গড়ার দিনে ৩৯ রানের জয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯৯ ইনিংসে ২ হাজার ৪৬৮ রান করেছেন মারকুটে এই ব্যাটার।
 
তালিকায় চতুর্থ স্থানে আছেন শেন ওয়াটসন। ৫৬ ইনিংসে সাবেক এই অলরাউন্ডারের রান ১ হাজার ৪৬২।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.