ফার্স্ট সিকিউরিটির এমডি সৈয়দ ওয়াসেক বাধ্যতামূলক ছুটিতে, দায়িত্বে আবু রেজা

0
10
এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী ও এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। শনিবার (৪ জানুয়ারি) জরুরি সভায় তাকে আগামী তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
 
ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক শনিবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।
 
এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদেরও রোববার জরুরি সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য ব্যাংকগুলোর উচ্চ পদে শিগগিরই পরিবর্তন আসবে।
 
এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.