বিএনপির সমাবেশের দিন গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর আজ হাইকোর্টে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এদিকে, একই দিন পুলিশ কনস্টেবল হত্যা মামলায় দলের তিন নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, জহির উদ্দিন স্বপন এবং এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের শুনানি শেষে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। গত ৩ নভেম্বর পল্টন মডেল থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে পল্টন থানার আরেক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স কারাগারে রয়েছেন।


















