‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সমন্বয়ক মাসুদ হান্নান বলেন, ‘সরকার তাদের ঘোষণাপত্রকে সমর্থন ও গ্রহণ করেছে। শহিদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তার প্রশ্নে কোনো ছাড় হবেনা। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি হবে, এবং তিনি ৫ই জুলাইয়ে যেমন নারী পুরুষ নির্বিচারে রাস্তায় নেমে এসেছিলো তেমনি মঙ্গলবারও সবাইকে শহীদ মিনারে জড়ো হওয়ার আহবান জানান।’
কিছুক্ষণ পর আরও একটি প্রেস ব্রিফিং হবে বলে জানা গেছে।