প্রাপ্তবয়স্কদের সনদ পাওয়া সেই সিনেমা আগামীকাল মুক্তি পাচ্ছে

0
6
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইশা খান ও ইরফান সাজ্জাদ। নির্মাতার সৌজন্যে

গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। কাকতালীয়ভাবে ঠিক এক বছর পর সেই ২৯ নভেম্বরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’। এটি বিপ্লব হায়দারের প্রথম মুক্তি পাওয়া সিনেমা। এর আগে ‘আলী’ নামে আরেকটি সিনেমা বানিয়েছেন এই তরুণ নির্মাতা, তবে ঘটনাচক্রে ‘ভয়াল’ই আগে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্র সার্টিফিকেশেন বোর্ড গঠিত হওয়ার পর এ (প্রাপ্তবয়স্কদের জন্য) সনদ পাওয়া সিনেমা এটি।
যাঁরা দেশি গল্পের বুদ্ধিদীপ্ত সিনেমা দেখতে চান, তাঁরা ‘ভয়াল’ দেখতে পারেন।

সিনেমাটি কেন দেখবেন জানতে চাইলে আজ বিকেলে এভাবেই উত্তর দিলেন নির্মাতা। বিপ্লব হায়দার বলেন, অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে হয়তো হতাশ হতে হয়। তাঁর আশা, ‘ভয়াল’ দর্শককে হতাশ করবে না।

‘ভয়াল’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে
‘ভয়াল’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে

তাঁর ভাষ্যে, ‘এটা পারিবারিক ঘরানার গল্প, প্রেমের গল্প। আমাদের সংস্কৃতিতে, আশপাশে যা কিছু হয় তেমনই এক গল্প এটি।’

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার চেনা দুই মুখ ইরফান সাজ্জাদ ও আইশা খান। দুজনেই এই সিনেমা দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন। বিপ্লবের মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা ‘আলী’তেও আছেন ইরফান।

বিপ্লব হায়দার। নির্মাতার সৌজন্যে
বিপ্লব হায়দার। নির্মাতার সৌজন্যে

পরপর কেন তাঁকে নিয়ে সিনেমা করছেন? নির্মাতা জানালেন, এমন প্রশ্ন নিয়মিতই শুনতে হচ্ছে তাঁকে। উত্তর দিতে গিয়ে তুলে ধরলেন বাস্তবতা। যেখানে মিশে থাকল আক্ষেপ।

বিপ্লব বলেন, ‘নতুন নির্মাতাদের জন্য চাইলেই বড় তারকা, বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা সহজ নয়। বড় তারকাদের শিডিউলও পাওয়া যায় না। আমি যেহেতু অনেক দিন টিভিতে কাজ করেছি, ইরফানের সঙ্গে বোঝাপড়াটা ভালো।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইশা খান ও  ইরফান সাজ্জাদ। নির্মাতার সৌজন্যে
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইশা খান ও ইরফান সাজ্জাদ। নির্মাতার সৌজন্যে

তা ছাড়া এই সিনেমায় চরিত্রের জন্যও সে উপযুক্ত। দর্শক হলে গেলে গল্পটাই মন দিয়ে দেখবেন, কে অভিনয় করছেন সেটা তাঁদের কাছে বড় বিষয় হবে না।’

সার্টিফিকেশন বোর্ড ‘ভয়াল’কে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ‘এ’ সনদ দিয়েছে। তবে এ বিষয়ে কিছুটা দ্বিমত আছে নির্মাতার। বিপ্লব সরকার বলেন, ‘সিনেমাটিতে কিছু পারিবারিক সহিংসতার দৃশ্য আছে। তারপরও আমি মনে করি এটা সব দর্শকের উপযুক্ত সিনেমা।’

গত বছর সিলেটের মৌলভীবাজারের সীমান্ত অঞ্চলে টানা দুই সপ্তাহ হয়েছে ছবিটির শুটিং। নির্মাতা আজ বিকেলে জানিয়েছেন, ১৮টি হলে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’। পরে হল সংখ্যা আরও বাড়তে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.