প্রাথমিকভাবে ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে জাতীয় সনদ তৈরি করা উচিত: জোনায়েদ সাকি

0
6
জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, প্রাথমিকভাবে সম্মত হওয়া বিষয়গুলো নিয়ে জাতীয় সনদ তৈরি করা উচিত। এজন্য রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা প্রয়োজন।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ একটি ঐতিহাসিক সময় পার করছে। পুরো রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরে আমরা নিয়োজিত রয়েছি। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটি ন্যূনতম ঐকমত্যে আসা দরকার। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে, গণতান্ত্রিক সমাজে এটিই স্বাভাবিক। তবে ঐক্যকে ধরে রেখে দ্বিমতের জায়গায় লড়াই করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিতর্কের অবসান ঘটাবে বলে আশা করছি। জনগণের ম্যান্ডেটই আসল কথা। সংস্কার যাই হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.