প্রশাসনে স্থবিরতা, অসহযোগিতার অভিযোগ তথ্য উপদেষ্টার

0
25
সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছবি: ইউএনবি
প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে স্থবিরতা কেটে যাবে বলে প্রত্যাশা তাঁর।
 
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা জানান।
 
প্রশাসনিক স্থবিরতা বিরাজ করছে। প্রশাসনের ক্যুর কথাও বলা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই উপদেষ্টা বলেন, ‘প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করব না।’
 
নাহিদ ইসলাম আরও বলেন, যেহেতু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, ‘তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই। ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবিদাওয়া আসছে। সেগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। শ্রমিক অসন্তোষ চলছে।’
 
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি, প্রশাসনে যে স্থবিরতা, সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা যে প্রস্তাব বা ১০০ দিনের কর্মসূচি দিচ্ছি, সব মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। ১০০ দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়। আশা করি, সেক্রেটারিয়েট ক্যু বা এ ধরনের কোনো কিছুর আশঙ্কা নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.