প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের অধিনেশনের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।
এ সময় তাদের মধ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের পুনরুজ্জীবনসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। এছাড়া, বাংলাদেশ পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়েও আলাপ করেন তারা।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বঙ্গা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাংকিং ও রাজস্ব খাতে শক্তিশালী সংস্কারের প্রয়োজন। এটি টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়তে অপরিহার্য।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গাকে বলেন, চুরি হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকায়নে বিশ্বব্যাংককের সহযোগিতা প্রয়োজন। এই বন্দর কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। বিশ্বব্যাংকে সঙ্গে নিয়ে বন্দরের উন্নয়ন করতে হবে।ভূমিবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এই বন্দর থেকে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।