প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হচ্ছেন শফিকুল আলম

0
58
এএফপি’র ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাচ্ছেন এএফপি’র ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম। দুই দশক ধরে ফরাসি বার্তাসংস্থাটিতে কাজ করছেন তিনি।

সোমবার (১২ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে তার প্রেস সচিব হওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমি তার ও জাতির সেবা করার জন্য সম্মানিত বোধ করছি। এখনও নিয়োগপত্র হাতে পাইনি। তবে আশা করছি, দু’একদিনের মধ্যে পেয়ে যাব।

এই সাংবাদিক স্ট্যাটাসে লেখেন, এএফপিতে ২০ বছর ধরে কাজ করছি। তারাও চায়, আমি তাদের সঙ্গে থাকি। তারা একটি বড় পরিবার। তারা আমাকে অনেক বছর ধরে সমর্থন করেছে, যেমনটা একজন বাবা তার সন্তানের ক্ষেত্রে করে থাকে।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আরও লেখেন, তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি আপনাদের সবার দোয়া চাই।

প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের অধীনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.