প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামী দলের নেতাদের সাক্ষাৎ

0
160
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামী দলের নেতারা। ছবি-পিআইডি

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গিয়ে তারা সাক্ষাৎ করেন।

খেলাফতে রাব্বানীর নেতৃত্ব দেন মুফতি ফয়জুল হক জালালাবাদী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতৃত্ব দেন আনওয়ারুল হক।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন দুই ইসলামী দলের নেতারা।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আগামী নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

দুই ইসলামী দলের নেতারা নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.