কাতার বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের জালে দুই গোল দিয়েছে নেদারল্যান্ডস। ২-০ গোলের লিডে প্রথমার্ধেই ডাচরা কোয়ার্টার ফাইনালের সুবাস পেতে শুরু করেছে।
ম্যাচের দুই মিনিটে লিড নেওয়ার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিক সহজ ওই সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ডাচরা প্রথম সুযোগেই লিড নেয়। ম্যাচের ৮ মিনিটে গোল করেন ডাচদের নাম্বার টেন মেম্পিস ডিপাই।
ওই গোল শোধ করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। গোল করার সুযোগ যেমন মিস করে গোল খাওয়ারও বেশ কিছু ঝুঁকির সামনে পড়েছিল মার্কিনরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ডালি বিলাইন্ড সুযোগ মিস করেননি।
শক্তির বিচারে এগিয়ে থাকা ডাচরা এই ম্যাচে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে খেলছে। একাদশে আছেন ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে ও জুরিয়েন টিম্বার। ম্যাথিউস ডি লিখট আছেন বেঞ্চে। আক্রমণে কোডি গাকপোর সঙ্গে মেম্পিস ডিপাই আছেন।
ইরানের বিপক্ষে জিতে নকআউটে এসেছে যুক্তরাষ্ট্র। তাদের একাদশে আছেন ক্রিস্টিয়ান পুলিসিক, জেসুস ফেরেইরা এবং ম্যাককেনি, মুসাহরা।