প্রত্যাবাসনে রাজি হওয়া রোহিঙ্গাদের খাবার দিচ্ছে না জাতিসংঘ

0
100
রোহিঙ্গা আশ্রয়শিবির

মিয়ানমারে স্বেচ্ছায় ফেরত যেতে রাজি হয়েছিলেন চার পরিবারের ২৪ রোহিঙ্গা। কিন্তু প্রত্যাবাসনে রাজি হওয়ার পর তাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছিল চার পরিবার। এ চার পরিবারে রয়েছে ২৪ সদস্য। তাদের সোমবার থেকে খাবার দেওয়া বন্ধ রেখেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আমাদের কর্মকর্তারা এসব রোহিঙ্গাদের দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা করেছেন।

প্রত্যাবাসনে রাজি হওয়া চার রোহিঙ্গা পরিবার ভাসানচরে অবস্থান করছিল। প্রত্যাবাসনে রাজি হওয়ায় তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

চার পরিবারের খাবার বন্ধের কারণ জানতে জাতিসংঘের ঢাকা কার্যালয় ও ইউএনএইচসিআর- এর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.