ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলের রু সেইন্ট-জ্যাকস এলাকায় একটি ভবনে বিস্ফোরণে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের উৎকট গন্ধ পাওয়া যায়।
বিস্ফোরণের শিকার হওয়া ভবনটিতে একটি ডিজাইন স্কুল এবং ফ্রান্সের ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার প্রধান কার্যালয় রয়েছে। পাশেই ভাল দ্য গ্রেস গির্জা রয়েছে।
বিস্ফোরণের আগুনে ধ্বংসপ্রাপ্ত ভবনে কাজ করছে উদ্ধারকারী দল। অন্তত দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এবং সেখানে বেশিরভাগই শিক্ষার্থীদের বসবাস।