‘পোশাক খাতের অসন্তোষ নিরসনে কঠোর হবে সরকার’

0
15
শ্রম সচিব এইচ এম সফিকুজ্জামান

পোশাক খাতে অসন্তোষ নিরসনে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এইচ এম সফিকুজ্জামান। আজ রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বড় ধরনের ঋণ খেলাপির কারণে বেক্সিমকোর পোশাক কারখানার অসন্তোষ অর্থ সহায়তা দিয়ে নিরসন সম্ভব নয়। এক্ষেত্রে রিসিভার (প্রশাসক) বসিয়ে সমস্যার সমাধান করতে হবে বলে জানান তিনি।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। গত ১০ নভেম্বর আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

এ প্রসঙ্গে এইচ এম সফিকুজ্জামান বলেন, গাজীপুরের টিএনজেডসহ তিনটি পোশাক কারখানায় অর্থ সহায়তা দিয়ে শ্রম অসন্তোষ নিরসন করা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের অর্থ দেয়া হলেও পরে তা ফেরত দেবে মালিকরা। তবে অস্বাভাবিক ঋণ থাকায় বেক্সিমকোর পোশাক কারখানায় একই পদ্ধতিতে শ্রম অসন্তোষ নিরসন সম্ভব নয়। এক্ষেত্রে মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে।

আগামী মার্চের মধ্যে নতুন শ্রম আইন করা হবে এবং নতুন শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন শ্রম সচিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.