পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

0
9
আইজিপি মো. ময়নুল ইসলাম
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত ময়নুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১০ এপ্রিল থেকে দুই বছরের চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।
 
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।
 
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০ নভেম্বর তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। এরপর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য গত ২৬ নভেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
সরকারি চাকরি বিধি অনুযায়ী ৯ এপ্রিল তিনি অবসরে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.