পেনাল্টিতে হ্যাটট্রিক ক্লুইভার্টের, প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড

0
12
গোলদাতা ক্লুইভার্টের সঙ্গে রায়ান ক্রিস্টি, এএফপি

তিনটি গোল, তিনটিই পেনাল্টি থেকে—নজিরবিহীন এক ঘটনাই দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। কাল রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ৪-২ ব্যবধানের জয়ে এমন হ্যাটট্রিকই করেছেন জাস্টিন ক্লুইভার্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এটিই প্রথম।

শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকেই নয়, রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়েও। প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি জেতার রেকর্ড গড়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড ইভানিলসন।

মজার বিষয় হচ্ছে, শনিবার প্রিমিয়ার লিগে পেনাল্টিতে গোল হয়েছে আরও তিনটি। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহামকে ৫-২ গোলে হারানোর ম্যাচে আর্সেনাল পেনাল্টিতে গোল করেছে দুটি, আর ইপসউইচ টাউনের বিপক্ষে নটিংহাম ফরেস্টের ১-০ গোলের জয়টিও এসেছে পেনাল্টি থেকে পাওয়া গোলে।

উলভসের মাঠে বোর্নমাউথের ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। এরপর ১৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। প্রিমিয়ার লিগে প্রথম ১৮ মিনিটের মধ্যে পেনাল্টিতে দুই গোল করাও নতুন রেকর্ড। সাবেক বার্সেলোনা তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন তাঁর পেনাল্টিতে হ্যাটট্রিক করেন ৭৪তম মিনিটে। বোর্নমাউথে নিজের ৫০তম ম্যাচে ইতিহাস গড়া হ্যাটট্রিকের পর ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘ইতিহাসে জায়গা করে নেওয়াটা দুর্দান্ত ব্যাপার। আমি আনন্দে ভাসছি।’

গতকাল রাতের অন্য ম্যাচে ওয়েস্টহামের মাঠে বড় জয় তুলেছে আর্সেনাল। ম্যাচে আর্সেনালের করা পাঁচ গোলই এসেছে প্রথমার্ধে। ১০ মিনিটে গ্যাব্রিয়েল গোলমুখ খোলার পর ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ত্রোসা। এরপর ৩৪ মিনিটে মার্টিন ওডেগার্ড, ৩৬ মিনিটে কাই হাভার্টজ এবং প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বুকায়ো সাকা আরও তিনটি গোল করেন। এর মধ্যে ওডেগার্ড ও সাকার গোল দুটি ছিল পেনাল্টি থেকে।

আর্সেনালের ৫টি গোলই এসেছে প্রথমার্ধে
আর্সেনালের ৫টি গোলই এসেছে প্রথমার্ধে, এএফপি

ম্যাচে ওয়েস্টহাম যে দুটি গোল করেছে, সেটিও প্রথমার্ধেই। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় ওয়েস্টহামের অবস্থান এখন ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল, ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ব্রাইটন ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩ করে, এক ম্যাচ কম খেলা সিটির অবস্থান চারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.