পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
![আনিসুল হককে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়](https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-10%2Fty7hppkw%2FImage_20.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামি হলেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, শমসের মবিন চৌধুরী ও জুনাইদ আহ্মেদ পলককে আজ আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল, সালমানসহ চারজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার মাসুদুর রহমান হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন আবদুল্লাহ আল–মামুনের আইনজীবী। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
![জুনাইদ আহ্মেদ পলককে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়](https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-10%2F9kqfp0pt%2FImage-20.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
যাত্রাবাড়ী থানার কলেজছাত্র ইমাম হোসেন হত্যা মামলায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত ১২ মামলায় সালমান এফ রহমানের ৬৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ১৫ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ পলক। বিভিন্ন মামলায় তাঁর এখন পর্যন্ত ৬৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের আইনজীবী আদালতকে জানান, বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁর মক্কেলের এখন পর্যন্ত ৭৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।