আর কয়েক দিন পড়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে পূজার আমেজ। সেই ছোঁয়া লেগেছে বিদ্যা সিনহা মিমেরও। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাই পূজার সাজে লাস্যময়ী রূপে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন মিম।
বুধবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পূজার সাজে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ মহালয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।পূজার সাজে বিদ্যা সিনহা মিম
ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সাদা শাড়ি। যার পাড় ও আঁচলজুড়ে লালের ছোঁয়া। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপিস্টিক সঙ্গে নাকে একটি বড় নথও পরেছেন তিনি।
শুধু তাই নয়, গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালাও পরনে রয়েছে তার। খোলা চুল, মিষ্টি হাসি আর পদ্মফুল হাতে একেবারে দেবীর রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম।
এদিকে পূজার সাজে অভিনেত্রীর ছবিগুলো দেখে তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে তাদের।
ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে জুভেন্টাসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড। ৫২ মিনিটে মাথেউস নুনেসের পাস পেয়ে পোস্টের কাছাকাছি জায়গা...
ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে—এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এ দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের...