পুলিশ বাড়ি ঘিরে রেখেছে, আবার গ্রেপ্তার হতে পারি: ইমরান খান

0
88
পুলিশি পাহারায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে ইমরান খান

আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পুলিশ তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে। যেকোনো সময় তাঁকে আবার গ্রেপ্তার করা হতে পারে।

গতকাল বুধবার রাতে টুইট করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান নিজেই এ আশঙ্কার কথা জানান। টুইটে তিনি লেখেন, ‘নতুন করে গ্রেপ্তার হওয়ার আগে এটাই সম্ভবত আমার শেষ টুইট। পুলিশ আমার বাড়ির চারপাশে ঘিরে অবস্থান নিয়েছে।’

পরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘যদি পুলিশ তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র (ওয়ারেন্ট) নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে, তাহলে তাদের বাধা দেওয়া হবে না।’

পুলিশের উদ্দেশে ইমরান খান আরও বলেন, ‘আমি শুনেছি, আমার বাড়িতে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে, এমনটাই বলা হচ্ছে। দয়া করে, ভদ্রতা বজায় রেখে এখানে আসুন। আমার বাড়িতে এসে ঝড় তোলার চেষ্টা করবেন না। যদি আমার বাড়িতে সত্যি ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে থাকে, তাহলে আমার জীবনও ঝুঁকিতে রয়েছে।’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন।

ওই সময় ইমরান খানের গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এর পর থেকে পিটিআই নেতা-কর্মীদের ওপর ধড়পাকড় অব্যাহত রেখেছে পুলিশ।

নেতা-কর্মীদের ধড়পাকড়ের তীব্র সমালোচনা করেছেন পিটিআইয়ের প্রধান ইমরান খান। গতকাল এক টুইটে তিনি বলেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি ও মহাসচিব আসাদ ওমর কারারুদ্ধ। অবিলম্বে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির গতকাল রাতে বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করার কোনো পরিকল্পনা আপাতত পাঞ্জাব সরকারের নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.