পুলিশের আইজি ব্যাজ পেলেন ফুটবলার ঈসা

0
19
ঈসা ফয়সাল

২০১৮ সালে কনস্টেবল পদে পুলিশে যোগ দিয়েছেন ঈসা ফয়সাল। এরপর থেকেই বাংলাদেশ পুলিশ ফুটবল দলে নিয়মিত খেলছেন। তার ফুটবল দক্ষতার কারণে বর্তমানে তিনি জাতীয় দলের একজন নির্ভরযোগ্য সদস্য। এবার বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ‘আইজি ব্যাজ’ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার হাতে এই ব্যাজ তুলে দেন।

আইজি ব্যাজ পাওয়ার পর উচ্ছ্বসিত ঈসা বলেন, আমি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি। সেবা, বিশেষ কীর্তি ও রাষ্ট্রীয় অবদানের জন্য এই ব্যাজ দেওয়া হয়। জাতীয় ফুটবল দলে খেলার মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি এটাই আমার সবচেয়ে বড় অর্জন।

ঈসা ফয়সাল

কনস্টেবল হলেও বছরের বেশিরভাগ সময় ফুটবল নিয়েই ব্যস্ত থাকেন তিনি। ঈসার ভাষ্য, জাতীয় দলে বা পুলিশ দলের হয়ে খেলাই আমার মূল দায়িত্ব। তবে জাতীয় নির্বাচন বা বিশেষ কোনো পরিস্থিতিতে পুলিশি দায়িত্বও পালন করি।

তিনি আরও বলেন, পুলিশ আমার পেশা, আর জাতীয় ফুটবলার হওয়া আমার গৌরব। দুই পরিচয়ে দেশকে সেবা দিতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার

পুলিশ সপ্তাহে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার রাজারবাগ পুলিশ লাইনে আমন্ত্রিত ছিলেন। বাংলাদেশ পুলিশ তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।

বাংলাদেশ পুলিশ ফুটবল দলে বর্তমানে ১৫ জন খেলোয়াড় রয়েছেন যারা পুলিশে চাকরি করেন। এ ছাড়া বিদেশিসহ আরও প্রায় ২০ জন ফুটবলার ক্লাব চুক্তির আওতায় খেলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.