পুরো মুম্বাই দলের জরিমানা, সবচেয়ে বেশি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার

0
16
মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, এএফপি

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! একে তো ম্যাচ হারের যন্ত্রণা, তার ওপর আবার পুরো দলের জরিমানা। মুম্বাই ইন্ডিয়ানসের গতকাল রাতটা আসলে খুবই বাজে কেটেছে। মন্থর ওভাররেটের কারণে পুরো মুম্বাই দলের জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি জরিমানা গুনতে হচ্ছে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। অন্যদিকে গুজরাট টাইটানসের প্রধান কোচ আশীষ নেহরাকেও ম্যাচ চলাকালে বাজে আচরণের জন্য আর্থিক জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মুম্বাইকে ৩ উইকেটে হারায় গুজরাট। বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচটি শেষ হয় গভীর রাতে। তার মধ্যে আবার নির্ধারিত সময়ের ভেতরে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে পারেনি মুম্বাই। যার শাস্তি দেওয়া হয়েছে পুরো দলকে। আইপিএলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মৌসুমে মুম্বাইয়ের এটি দ্বিতীয়বারের মতো মন্থর ওভাররেটের ঘটনা। তাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।’

এখানেই শেষ নয়, মুম্বাই দলের অন্যান্য খেলোয়াড়, যাঁদের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ও ‘কনকাশন বদলি’ও রয়েছেন, প্রত্যেককেই ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটা কম) জরিমানা দিতে হবে।

গুজরাট কোচ আশীষ নেহরাকে ম্যাচ চলাকালে ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে কয়েকবার। বৃষ্টিতে খেলা থেমে যাওয়ায় তিনি একাধিকবার মাঠের আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন। এটা আইপিএলের আচরণবিধির ২.২০ ধারার লঙ্ঘন, যা খেলাধুলার চেতনার পরিপন্থী আচরণের সঙ্গে সম্পর্কিত। আইপিএলের বিবৃতিতে বলা হয়, ‘গুজরাট টাইটানসের প্রধান কোচ আশীষ নেহরাকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’

নেহরা ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো শুনানির দরকার হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.