রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে কোনো লাভ নেই।
আগামীকাল রোববার নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকী। এর আগে গত শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে নাভালনায়া বলেন, ‘পুতিনের সঙ্গে যদি আলোচনা করার সিদ্ধান্ত নেন, তবে মনে রাখবেন তিনি মিথ্যা বলবেন। তিনি বিশ্বাসঘাতকতা করবেন। তিনি শেষ মুহূর্তে তাঁর নিয়ম বদলে দেবেন এবং তাঁর নিজের খেলা খেলতে বাধ্য করবেন।’
নাভালনায়া আরও বলেন, ‘পুতিনের সঙ্গে যেকোনো চুক্তির সম্ভাব্য ফলাফল দুটি। তিনি যদি ক্ষমতায় থাকেন, তাহলে তিনি চুক্তি ভঙ্গ করার উপায় খুঁজে পাবেন। যদি তিনি ক্ষমতা হারান, তাহলে চুক্তিটি অর্থহীন হয়ে পড়বে।’
গতকাল শুক্রবার নির্বাসিত বেলারুশের বিরোধীদলীয় নেত্রী সভেতলানা টিখানোভস্কায়ার সঙ্গে সম্মেলনে একটি প্যানেলে বক্তৃতা দেন নাভালনায়া।
নিরাপত্তা নিশ্চয়তা চান জেলেনস্কি
মিউনিখ সম্মেলনে অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চান। এ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে যেকোনো সূত্র বের করার আগে তিনি হোয়াইট হাউসের সঙ্গে আরও আলোচনা চান।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ শীর্ষক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। তিনি এতে বলেন, রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম।
জেলেনস্কি এমন এক সময় এ কথা বললেন, যখন (এ সপ্তাহের শুরুতে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তাঁর ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা।
এএফপি, মিউনিখ