পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে কুরেশি ও উমরকে গ্রেপ্তার করা হয়। পরে ইসলামাবাদে সচিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিন ইমরান খানকে গ্রেপ্তারের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে উমর সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন তারা। ওই সময় প্রথমে উমরকে গ্রেপ্তার করা হয়। পরে কুরেশিকে গ্রেপ্তার করা হয়। এসময় পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রের সম্পত্তির ক্ষয়ক্ষতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন ইসলামাবাদ পুলিশ লাইনসে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইমরান খানকে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।