বার্সেলোনা থেকে ২০২১ সালে আকস্মিক দলবদলে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মেসিও আসায় বড় স্বপ্ন দেখেছিলেন পিএসজি সমর্থকেরা। তবে যেভাবে ভাবা হয়েছিল, বিষয়গুলো সেভাবে কাজ করেনি। পিএসজিতে খুব একটা সাফল্য পাননি মেসি। দুই মৌসুমে তিনটি শিরোপা জিতলেও, পিএসজি সমর্থকদের অনেক দিনের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা শেষ পর্যন্ত অধরায় থেকে গেছে।
যে কারণে পিএসজি সমর্থকেরা শুরুতে মেসিকে সমর্থন দিলেও, পরে তাঁদের সঙ্গে সম্পর্কটা আর ভালো ছিল না। এমনকি অনেক সময় দুয়োও শুনতে হয়েছে মেসিকে। বিশেষ করে সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়ের পর মেসির প্রতি সমর্থকদের বিরূপ মনোভাব আরও বাড়ে। এমনকি বিদায়বেলাতেও মেসিকে দুয়ো দিয়েছেন তাঁরা।
পিএসজি ছেড়ে মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময়েও মেসি বলেছেন, পিএসজিতে দুই মৌসুমে তিনি ভালো ছিলেন না। এবার পিএসজি সমর্থকদের দুয়ো শোনা নিয়ে মুখ খুলেছেন মেসি।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘আমি প্যারিসে গিয়েছিলাম কারণ ক্লাবটিকে আমার পছন্দ হয়েছি। সেখানে আমার বন্ধুরা আছে। জাতীয় দল থেকেও অনেককে আমি চিনি। অন্য জায়গার চেয়ে সেখানে মানিয়ে নেওয়া আমার কাছে সহজ মনে হয়েছিল। সে কারণেই আমি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
পিএসজি সমর্থকদের বিরূপ আচরণ নিয়ে মেসি আরও বলেছেন, ‘শুরুতে সবকিছু দারুণ ছিল। আমি দারুণ উৎসাহ পেয়েছিলাম, যা আমি প্রায়ই বলেছিলাম। তবে এরপর লোকেরা আমার সঙ্গে ভিন্নভাবে আচরণ করা শুরু করে। প্যারিসের বড় অংশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্যই সেটা আমার উদ্দেশ্য ছিল না। এ ধরনের ঘটনা এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও ঘটেছে। এটাই তাদের কাজ করার ধরন। তবে আমি এখনো সেই সব মানুষকে মনে রেখেছি, যারা আমাকে সমর্থন করেছে।’
এ সময় নেইমার ও এমবাপ্পেকে নিয়েও কথা বলেছেন মেসি, ‘আমি নেইমার ও এমবাপ্পের স্মৃতি মনে রাখব, যারা আমাকে শুরু থেকেই সমর্থন দিয়েছিল।’