পাঁচ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ফরাসি ক্লাবটির সমর্থকেরা সেই আনন্দে রাতভর প্যারিসে উৎসব করেছেন।
কিন্তু নগরীর বিখ্যাত শাঁজ-এলিজেই অ্যাভিনিউয়ে উৎসব করতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, রাস্তায় পার্টি করার সময় গাড়ির ধাক্কায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্যারিসের পুলিশ জানিয়েছে, শাঁজ-এলিজেই অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটেছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার জেরে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যাঁরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের একটি কার ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’ পুলিশের নীতিমালা অনুযায়ী তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
পিএসজির কট্টর সমর্থক গোষ্ঠী ‘আলট্রাস’ নামে পরিচিত। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক আগে থেকেই তাদের কুখ্যাতি আছে। কাল রাতভর শহরে আতশবাজি ফুটিয়ে, অগ্নিশিখা পুড়িয়ে আবারও উন্মাদনা দেখিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ ৪৩ জনকে আটক করেছে।

আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ ১–০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল পিএসজি। কাল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা জিতেছে ২–১ গোলে। দুই লেগ মিলিয়ে ৩–১ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।
৩১ মে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শিরোপার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।