এখন পাহাড়ে ফলের মৌসুমে জমে উঠেছে হাটবাজারগুলো। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটির চিত্রটি একটু ভিন্ন। রাঙ্গামাটির সকল উপজেলার সাথে সড়ক যোগাযোগ না থাকায় নৌপথে সকল মালামাল পরিবহন করতে হয় এবং নির্দিষ্ট স্থানে নিয়ে এসে বিক্রি করতে হয়।
রাঙ্গামাটি তেমনি এক ফলের জন্য বিখ্যাত বাজার হলো বনরূপা বাজার আর বনরূপা বাজারে রয়েছে সমতা ঘাট। এখানে ফলের মৌসুমে প্রতিদিন আম, কাঠাল, আনারস, লেচু, পেয়ারা, পেঁপে, কলা বোটে করে নিয়ে আসেন সাধারণ চাষিগণ। এখানে অপেক্ষা করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা। পাইকারী দামে সব কিছুই এখানে পাওয়া যায়। কাচা তরীতরকারি, নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আছে এখানে।
এখন রাঙ্গামাটির সেই সমতা ঘাট লিচুর জন্য জমজমাট হয়ে উঠেছে। পাহাড়ে এখন নানা প্রজাতির লিচু পাওয়া। চায়না-৩, চায়না-২, বোম্বাই লিচু, নাসপাতি লিচুসহ দেশীয় হরেক রকম লিচুতে পরিপূর্ণ হয়েছে এই বনরূপা বাজার। আম ও কাঠাল আসতে শুরু করেছে কিছু কিছু। আনারসও সমান পরিমাণে বাজার দখল করে আছে।
ছবিতে যে চিত্রটি দেখছেন শনিবার হাটবার সমতা ঘাটে সব বোটগুলি এভাবে খুব ভোরে এসে থামে।
পাহাড়ি লিচুর বাজার, সমতাঘাট, রাঙামাটি ।