খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক মো. মাতালমকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানিতে এ আদেশ দেন। একই সঙ্গে আটক রোহিঙ্গা যুবকের নামে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করতে সহযোগিতাকারীদের মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেন আদালত।
বিষয়টি তদন্তে দুর্নীতি দমন কমশিনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে আসেন আটক ওই রোহিঙ্গা যুবক। আঙ্গুলের ছাপ দেওয়ার সময় তার সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাবা আবু সৈয়দ রোহিঙ্গা নাগরিক হলেও সে খাগড়াছড়িতে এসে বিয়ে করার কথা স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে।