পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসায় অগ্রগতি হচ্ছে। সেখানে শান্তি রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিচুক্তি বাস্তবায়নের গঠিত কমিটি ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে পর্যটন নগরী কুয়াকাটার একটি সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অনেক বিষয় অমীমাংসিত আছে। সেসব বিষয় নিয়ে বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেখানে শান্তি ফিরে আসবে। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করছে।