পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ হাইকমিশনারের সফর

0
7
পার্বত্য চট্টগ্রামে থাকা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম দেখতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

সোম ও মঙ্গলবার (১৫-১৬ সেপ্টেম্বর) তিনি সরেজমিনে এসব কার্যক্রম পরিদর্শন করেন।

সারা কুক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন এবং নিশ্চিত করেন যে কীভাবে প্রসূতিদের নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা সেবা এবং প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিংয়ের মতো সুযোগগুলো নিশ্চিত করা হচ্ছে। এসব কার্যক্রম বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং স্থানীয় অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

এছাড়াও, যুক্তরাজ্য পার্বত্য চট্টগ্রামে শিক্ষা খাতেও সহায়তা দিচ্ছে। সরকারের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের, বিশেষ করে মেয়েদের, মূল ধারার শিক্ষায় ফিরিয়ে আনার কাজ চলছে। এই উদ্যোগের ফলে বান্দরবানে ২,৭০০ এর বেশি শিশু পুনরায় আনুষ্ঠানিক শিক্ষায় যুক্ত হয়েছে।

সফরকালে সারা কুক বলেন, পার্বত্য চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আমরা প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষায় অবদান রাখতে পেরে গর্বিত।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থায়নে ১২ হাজারের বেশি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে এবং ৮ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং সেবা পেয়েছেন।

যুক্তরাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে হাইকমিশন থেকে জানানো হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.